মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনার ছায়া পড়েছে ভারত-বাংলাদেশ ক্রিকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়া দুই দেশের যুবক্রিকেটাররা বুলাওয়েতে খেলেছেন, কিন্তু টসের সময় হাত মেলাননি।
শনিবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় বিশ্বকাপের ম্যাচ শুরু হয়েছে। টসের সময় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে। তাতে ম্যাচ শুরুর আগেই তৈরি হলো বিতর্ক।
বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রস্তুত না থাকায় টস করতে যান সহঅধিনায়ক জাওয়াদ আবরার। ভারতের হয়ে টস করতে আসেন অধিনায়ক আয়ুশ মাত্রে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে আয়ুশ কয়েন ছুড়ে টস করান। আবরার ‘টেল’ ডাকেন এবং বাংলাদেশ টস জেতে। কিন্তু টস শেষ হতেই আয়ুশ মাত্রে বাংলাদেশ দলের সহঅধিনায়কের সঙ্গে হাত না মিলিয়ে সরে যান। এ সময় আবরারও করমর্দনের উদ্যোগ নেননি।
এই ঘটনাকে ঘিরে মাঠে ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই এটিকে ভারত-পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক সৌজন্যবর্জনের ঘটনার সঙ্গে তুলনা করছেন।
গত বছরের এশিয়া কাপ থেকে ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে এমন দৃশ্য ছিল নিয়মিত। ওই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। ভারতের অন্য ক্রিকেটারেরাও ম্যাচ শেষে একই পথে হাঁটেন। পরে ভারত-পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এবার তাতে যুক্ত হলো বাংলাদেশের নাম!
সম্প্রতি বিসিসিআইর নির্দেশে আগামী আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক শিথিল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। এই সমস্যার সমাধানে আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ চায় তাদের ম্যাচগুলো ভারতের বাইরে হোক। এনিয়ে আলোচনা করতে আজ (শনিবার) আইসিসির প্রতিনিধি ঢাকায় আসার কথা। বৈঠকের পর কী সিদ্ধান্ত আসে তার অপেক্ষায় দেশের ক্রিকেট সমর্থকরা।
তবে তার আগে ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন ২২ গজেও ছড়িয়ে পড়ল দুই দলের খেলোয়াড়ের সৌজন্যতা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে।




Comments