২০২৬ সালের আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে এক ধাপ এগিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা সমস্যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি ভারতের ম্যাচে অংশ নিতে না চায়, তাহলে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেয়ার সিদ্ধান্ত বোর্ডসভায় অনুমোদিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে শুরু হয়েছে আইসিসির ভার্চুয়াল সভা, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
পিসিবি চেয়ারম্যান, মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও আছেন সভায়।
আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।
তবে সিদ্ধান্ত কার্যকর করার আগে বিসিবিকে একদিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ সরকারকে সঙ্গে নিয়ে চূড়ান্ত অবস্থান জানাতে হবে। আইসিসির এই পদক্ষেপ বিশ্বকাপের নিরাপত্তা ও সময়সূচি নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।
বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
স্কটল্যান্ড ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ হওয়ায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি।
সূত্র: ক্রিকইনফো
মানবকণ্ঠ/আরআই




Comments