Image description

বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে আইসিসি। সেই সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন আইসিসি প্রধান জয় শাহ। আজই বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। খবর: এএনআই 

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বাংলাদেশ ভারতের ভেন্যু বাদ দিয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায়। আইসিসির সভায় বাংলাদেশের এই দাবি খারিজ হবার পর, আবারও আইসিসির কাছে ই-মেইল করেছে বিসিবি।

যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্ঠদের নিরাপত্তা ঝুকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজোল্যুশন কমিটি বা 'স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি' গঠনের অনুরোধ করা হয়েছে। তবে বাংলাদেশের সেই দাবি না নামার সম্ভাবনাই বেশি।

সংবাদ সংস্থা এএনআই বলছে শনিবারই বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। শুধু তাই নয় বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্ত নিতে এখন আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে রয়েছেন। সংস্থাটির সদর দফতরে এই সংকট সমাধানের জন্য একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে শনিবার। বাংলাদেশ ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকলে এই সভা শেষে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সেই সাথে বিসিবি'র বার্ষিক আয়ের একটি বড় অংশ প্রায় ২৮ মিলিয়ন ডলার বা ২৪০ কোটি টাকা কেটে নেয়ার ঘোষণাও আসতে পারে।