ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, রাজনৈতিক মতপার্থক্য নিরসনে এক সপ্তাহ সময়
চলমান রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা।
সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ এবং এর বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে তাদের দীর্ঘদিনের সংস্কার প্রচেষ্টা ও ঐকমত্য তৈরির জন্য ধন্যবাদ জানানো হয়।
তবে, সভায় জুলাই সনদের কিছু নির্দিষ্ট সংস্কার বিষয়ে এখনও ভিন্নমত বিদ্যমান থাকার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। এর মধ্যে গণভোটের সময়কাল এবং বিষয়বস্তু নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। এই বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করার ওপর জোর দেওয়া হয়েছে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে তাদের অভ্যন্তরীণ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে সরকারের পক্ষে দ্রুত ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় আরও নিশ্চিত করা হয় যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




Comments