চলতি মাসেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি মামলার রায় হবে। দুদকের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার রায় হতে যাচ্ছে এ মাসেই।
গত জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানাসহ পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে পর্যাপ্ত তথ্য পাওয়ার কথা জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
সে সময় তিনি বলেন, ‘অনুসন্ধান চলছে, অনেক অগ্রগতি আছে। অনুসন্ধান দল এ নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছে। হাতে পর্যাপ্ত তথ্য এসেছে। বিশেষ করে রাজউকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা প্লট বরাদ্দ-সংক্রান্ত বিষয়ে শিগগিরই ভালো কিছু তথ্য দিতে পারব।’
পরবর্তীতে ক্ষমতার প্রভাব দেখিয়ে রাজধানীর পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চার্জশিট দাখিল হয়। সাক্ষ্যগ্রহণ ও বাদীর জেরাও শেষ পর্যায়ে ছিল, ফলে খুব শিগগিরই মামলার রায় হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
গতকাল চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।




Comments