Image description

জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিহত ও অজ্ঞাত হিসেবে দাফন করা ব্যক্তিদের মরদেহ উত্তোলন এবং পরিচয় শনাক্তকরণ কার্যক্রম চলছে। মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে সোমবার (৮ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম পরিচালনা করছে সিআইডি।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে সিআইডি ও বিদেশি ফরেনসিক টিম দ্বিতীয় দিনের কাজ শুরু করে। দুপুর ১২টা পর্যন্ত দুটি মরদেহ উত্তোলন করা হয়। উত্তোলনের পরপরই ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে।

এর আগে রোববার প্রথম দিনে ২ জনের মরদেহ উত্তোলন করা হয় । উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহহের পর আবারও দাফন করা হয় ওইসব মরদেহ। প্রথম দিনে উত্তোলন ও শনাক্ত কার্যক্রমের সময় প্রিয়জনের মরদেহের খোঁজে রায়েরবাজার কবরস্থানে আসেন সাতটি পরিবারের সদস্য।

পরে সাত পরিবারের ১১ জন সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। কার্যক্রমে সহায়তা করছে আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডেব্রিডার। এর সঙ্গে সহায়তা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

সিআইডি জানায়, আদালতের নির্দেশে আন্তর্জাতিক প্রটোকল মেনে নিহতদের মরদেহ উত্তোলন করা হচ্ছে। সবগুলো মরদেহ উত্তোলনের পর স্বজনদের ডিএনএর সাথে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে।

প্রাথমিকভাবে গণকবের ১১৪ জনের মৃতদেহ থাকার তথ্য থাকলেও প্রকৃত সংখ্যা কার্যক্রম শেষের পর জানা যাবে বলে জানিয়েছে সিআইডি।