দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
রবিবার (২১ ডিসেম্বর) ডেইলি স্টার ভবন পরিদর্শনকালে এ দাবি জানান তিনি।
ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘এই দুটি গণমাধ্যমে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো ব্যক্তিরা গণবিরোধী শক্তি, তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।'
এই দুটি গণমাধ্যম বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকার এদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য। বলেন তিনি।
এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান তার সঙ্গে ছিলেন।




Comments