Image description

বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে এজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এ নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যাগুলো কৌশলগতভাবে মোকাবেলা করতে হবে। আলোচনার মাধ্যমে জটিলতা নিরসনের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও দক্ষতা আরও বাড়াতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, এই নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর হয় সেজন্য যত ধরনের প্রস্তুতির প্রয়োজন, সব প্রস্তুতি নিতে হবে। প্রশিক্ষণ নিতে হবে। নির্বাচন উৎসবমুখর করা আপনাদেরও বড় একটি দায়িত্ব, এটি আপনারা ভালোভাবে পালন করবেন এটাই আমি বিশ্বাস করি। আপনারা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন এটিই আমার আশা।