জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবের স্ত্রী আকি আবে রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ‘ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন।
রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
সাক্ষাৎকালে আকি আবে তাঁর প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের গভীর ও আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। তাঁরা দুজনই পুরোনো দিনের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
আকি আবে প্রধান উপদেষ্টার কাছে জানতে চান যে, আসন্ন জাতীয় নির্বাচনের পর তিনি নিজের সময় কীভাবে কাটাবেন বা তাঁর পরবর্তী লক্ষ্য কী হবে। জবাবে অধ্যাপক ইউনূস তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার তিনটি প্রধান দিকের কথা উল্লেখ করেন:
১. ডিজিটাল স্বাস্থ্যসেবা: দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থার উন্নয়ন করা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা যেন বিদেশ থেকে তাঁদের পরিবারের স্বাস্থ্যগত তথ্য জানতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন, এমন একটি ডিজিটাল কাঠামো গড়ে তোলা।
২. তরুণ উদ্যোক্তা: তরুণদের উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরির চলমান কার্যক্রম আগের মতোই জোরালোভাবে অব্যাহত রাখা।
৩. এসডিজি বাস্তবায়ন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তাঁর কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান সফরে যাবেন। ওই সফরকালে সামুদ্রিক গবেষণা ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে জাপানের সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments