টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম মিয়া (১৯) নামে এক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে অস্ত্র চালানো প্রশিক্ষণের সময় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার রংচী গ্রামের বকুল মিয়ার ছেলে। তিনি ২০২৫ সালে পুলিশে যোগদানের পর অক্টোবর মাসে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের জন্য আসেন।
পুলিশ সূত্রে জানা যায়, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ফায়ারিং বাটে পরীক্ষা চলাকালে হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মাসুমের পিঠের বাম পাশের কাঁধে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে দ্রুত উদ্ধার করা হয়। ঘটনার পর প্রশিক্ষণার্থী মাসুমকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য র্যাবের হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি টিআরসি নম্বর-২৬৫২০৪ এবং বর্তমানে মহেড়া পিটিসিতে প্রশিক্ষণরত।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশে যোগদানের পর চার মাসের ট্রেনিংয়ে ছিলেন মাসুম। আগামী ৩ ফেব্রুয়ারি প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। সোমবার সকালে অস্ত্র চালানোর প্রশিক্ষণের সময় তিনি গুলিবিদ্ধ হন। তিনি এখন ঢাকায় চিকিৎসাধীন।




Comments