ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালুর কথা ভাবছে প্রযুক্তি জায়ান্ট মেটা। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের সুবিধা দিতে আগামী মাসগুলোতে মেটা এই নতুন সেবাটির পরীক্ষামূলক কার্যক্রম (ট্রায়াল) শুরু করতে পারে।
মেটার এই পরিকল্পনার আওতায় উন্নত এআই সক্ষমতার বিশেষ কিছু ফিচার ব্যবহার করতে গ্রাহকদের নির্দিষ্ট ফি দিতে হবে। তবে মেটা স্পষ্ট করেছে যে, প্ল্যাটফর্মগুলোর মূল বা মৌলিক সেবাগুলো আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে।
এই সাবস্ক্রিপশন প্যাকেজের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে মেটার ভিডিও তৈরির অ্যাপ ‘ভাইবস’। মেটা জানিয়েছে, ভাইবস একটি এআই ভিজ্যুয়াল ক্রিয়েশন টুল, যা ব্যবহারকারীর কল্পনাকে ভিডিওতে রূপান্তর করতে সক্ষম।
প্রতিষ্ঠানটি তাদের সাবস্ক্রিপশন মডেলে ‘মানুস’ নামক একটি এআই স্টার্টআপের প্রযুক্তি যুক্ত করতে চায়। গত ডিসেম্বরে মেটা প্রায় ২ বিলিয়ন ডলারে এই কোম্পানিটি কেনার চুক্তি করে। মানুস এমন এক ধরনের এআই ‘এজেন্ট’ তৈরি করেছে, যা মানুষের সামান্য নির্দেশেই ভ্রমণ পরিকল্পনা বা প্রেজেন্টেশন তৈরির মতো জটিল কাজগুলো স্বাধীনভাবে সম্পন্ন করতে পারে।
বর্তমানে সিঙ্গাপুর ভিত্তিক এই কোম্পানিটি মূলত চীনে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এই চুক্তির বিষয়ে বেইজিং তদন্ত শুরু করেছে। চীনের প্রযুক্তি রপ্তানি আইন বা জাতীয় নিরাপত্তা বিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে দেশটি।
মেটা এর আগেও বিভিন্ন সময় পেইড সাবস্ক্রিপশন নিয়ে পরীক্ষা চালিয়েছে। গত বছর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফেসবুকে পোস্টের সঙ্গে লিংক শেয়ার করার ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করার পরীক্ষা চালানো হয়েছিল, যা সাবস্ক্রিপশন ছাড়া নির্দিষ্ট সংখ্যার বেশি শেয়ার করা যেত না।
এছাড়া চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে বিজ্ঞাপনমুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য মাসিক ২.৯৯ পাউন্ডের একটি সাবস্ক্রিপশন চালু করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এই সেবার জন্য মাসে ৫.৯৯ ইউরো খরচ করতে হয়। উল্লেখ্য, ২০২৩ সাল থেকেই মেটা মাসিক ফির বিনিময়ে ‘ব্লু টিক’ বা মেটা ভেরিফাইড সেবা দিয়ে আসছে।
বিশ্লেষকরা বলছেন, বিজ্ঞাপনের বাইরে আয়ের নতুন উৎস তৈরি এবং উন্নত এআই প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান শক্ত করতেই মেটা এই পথে হাঁটছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মৌলিক সেবাগুলো বিনামূল্যে রাখার প্রতিশ্রুতি বজায় রাখা হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।




Comments