বলিউড তারকা সালমান খান এবার আইনি জটিলতায় জড়িয়েছেন একটি পান মশলা সংস্থার বিজ্ঞাপনে 'ভ্রান্ত তথ্য' প্রচারের অভিযোগের কারণে। রাজস্থানের কোটার একটি সুরক্ষা আদালত ইতোমধ্যেই সালমান খান এবং সংশ্লিষ্ট পান মশলা সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি করেছে।
রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি এই অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ‘রাজশ্রী পান মশলা’র বিজ্ঞাপনটি ক্রেতাদের বিভ্রান্ত করছে।
তিনি উল্লেখ করেন-বিজ্ঞাপনে ‘কেশরযুক্ত এলাচ’ বা ‘কেশর মেশানো পান মশলা’ উল্লেখ করা হলেও, সাধারণ ক্রেতার প্যাকেটে ব্যবহৃত কেশরের পরিমাণ বাস্তবসম্মত নয়।
তাঁর বক্তব্য, বিজ্ঞাপনের মাধ্যমে যুবসমাজ প্রলুব্ধ হচ্ছে। তারা মনে করছে কেশরযুক্ত এলাচ ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পূর্বে সালমান খান রাজশ্রী ইলাইচির বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন, যদিও সেখানে তাঁকে সরাসরি পান মশলার বিজ্ঞাপনে দেখা যায়নি। তবে এবার তিনি সরাসরি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। জানা গেছে, এই মামলার শুনানি আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।




Comments