Image description

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর হিরো আশারফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী রিয়া মনি মামলা দায়ের করেছেন। এ মামলায় ২০০ টাকা মুচলেকা দেওয়ার শর্তে হিরো আলমকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক রাকিবুল হাসান এ আদেশ দেন।

এর আগে দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ হিরো আলমকে গ্রেপ্তার করে। হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি মামলার বাদী রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হলে রিয়া মনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরবর্তীতে গত ২১ জুন আসামির সঙ্গে বাদী মিমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় এক বাসা ডাকেন। ওইদিন বাদীনি তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিসহ অজ্ঞাতনামা ১০/১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। 

পরবর্তীতে আসামি হিরো আলমসহ ১০/১২ জন বেআইনিভাবে বাদীর বর্তমান বাসায় ভেতরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন অংশে জখম করেন। এ সময় বাদীর গলায় থাকা ‘দের ভরি’ ওজনের স্বর্ণের চেইন কৌশলে তারা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।