দুই বাংলা থেকে বলিউড—যার সুরের জাদুতে বুঁদ হয়ে থাকে কোটি কোটি সংগীতপ্রেমী, সেই অরিজিৎ সিং সিনেমা বা প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই গায়ক আর চলচ্চিত্রে গান গাইবেন না—এমন খবরে ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে এসেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের এই সাহসী সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন গায়ক নিজেই। অরিজিৎ জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে তার মধ্যে একঘেয়েমি চলে এসেছে, যা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
নিজের পোস্টে অরিজিৎ সিং লেখেন, "এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গেছি। আসলে একটা কাজ দীর্ঘদিন ধরে করলে আমার বড্ড একঘেয়েমি চলে আসে। যে কারণে প্রায়ই আমি আমার গানের অ্যারেঞ্জমেন্টেও নানা বদল আনি। এবার আমি নতুন ধরনের সংগীতের খোঁজে ডুব দিতে চাই।"
অরিজিৎ সিংয়ের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, ২০১০ সালে তেলেগু সিনেমা 'কেডি'-র মাধ্যমে তার পথচলা শুরু। বলিউডে তার যাত্রা শুরু হয়েছিল 'মার্ডার ২' সিনেমার মাধ্যমে। তবে ২০১৩ সালে 'আশিকী ২' সিনেমার গান তাকে রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। গত প্রায় দুই দশক ধরে ভারতীয় সংগীতাঙ্গনে একক আধিপত্য বজায় রেখেছেন তিনি।
তবে ভক্তদের জন্য আশার কথা হলো, প্লেব্যাক ছাড়লেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে না। অরিজিৎ জানিয়েছেন, মিউজিক নিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা চলবে। মূল ধারার বাণিজ্যিক গানের বাইরে ভিন্নধর্মী ও স্বাধীন সংগীত তৈরির লক্ষ্যেই তিনি এই বিরতি নিচ্ছেন।
এছাড়া তার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়ার মহৎ উদ্দেশ্য। অরিজিৎ বলেন, "আমি এখন নতুনদের অনুপ্রেরণা হতে বেশি আগ্রহী। আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। তারা আমায় নতুন করে অনুপ্রাণিত করবে, সেদিকেই তাকিয়ে আছি।"
অরিজিতের এই সিদ্ধান্ত সংগীতাঙ্গনে বড় এক পরিবর্তনের আভাস দিচ্ছে। তবে ভক্তরা তার কণ্ঠের জাদুকরী স্পর্শ নতুন কোনো আঙ্গিকে পাওয়ার অপেক্ষায় থাকবেন।
Comments