Image description

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার একটি পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস এ-৩২০ (A-320) বিমানের সামনের চাকা (নোজ হুইল বা ল্যান্ডিং গিয়ার) ভেঙে গেছে। এই ঘটনার জন্য পুশকার্ট চালকের 'উদাসীনতা ও অবহেলাকে' দায়ী করা হচ্ছে। অভিযুক্ত চালককে শাস্তিমূলকভাবে অন্যত্র বদলি করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান রোববার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফটের ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ১২৬ জন যাত্রী এয়ার ইন্ডিয়ার ওই এয়ারক্রাফটে ওঠার পর দরজা লাগানো হয়েছিল। এসময় বিমানের গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকার্ট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে বিমানটিকে ওপরে ওঠানোর সময় চালকের ভুলে একটি বড় ধরনের ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গেই বিমানের সামনের চাকা ভেঙে যায়।

এই দুর্ঘটনার ফলে এয়ারক্রাফটটিকে সঙ্গে সঙ্গেই গ্রাউন্ডেড (উড্ডয়নের অনুপযোগী) ঘোষণা করা হয়। বাধ্য হয়ে যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়। পরদিন রোববার সকালে তাদের কয়েকজনকে মুম্বাইয়ের ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি বর্তমানে শাহজালাল বিমানবন্দরের বে-এরিয়ায় পার্কিং করা আছে।

বিমানবন্দরের দায়িত্বশীল একজন কর্মকর্তা এই ঘটনাকে 'একান্তই চালকের গাফিলতি বা দায়িত্বহীনতা' হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি মেরামত করতে বেশ সময় লাগতে পারে এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।