Image description

গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে আলোচনায় বসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোনে প্রস্তাব দিয়েছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার বিএনপি মহাসচিবকে টেলিফোন করেন তিনি।

এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সম্প্রতি সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব জানানো হয়, সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে টেলিফোনে প্রস্তাব দেওয়া হয়। বিএনপি মহাসচিব জানিয়েছেন, দলের নীতিনির্ধারণী ফোরামে এ প্রস্তাবের বিষয়ে আলোচনা করে জামায়াতকে সংলাপে বসার ইস্যুতে জানাবেন।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গণভোটসহ চলমান সংকট নিরসনে এনসিপি, এবি পার্টিসহ আরও বেশ কিছু দলকেও সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। কয়েকটি দল এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।

গণভোট নিয়ে দুই মেরুতে অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াত। বিএনপির চাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন অনুষ্ঠিত হোক। আর নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত।