কৌশলে বা জোর করে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘একটি দল ছলে-বলে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। তারা ক্ষমতায় যাওয়ার আগেই দাপট দেখাচ্ছে এবং প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে। বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না। কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট আসবে, ইনশাআল্লাহ।’
সোমবার খুলনার বাবরী চত্বরে আয়োজিত সমমনা ৮টি ইসলামি দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর ইসলামি দলের কোনো কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠেনি। কিন্তু একটি নির্দিষ্ট দল চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমি দায় ও দরদ নিয়ে তাদের এসব বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তারা থামেনি।’
জামায়াত আমির আরও বলেন, ‘একটি দল বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে। অথচ যারা শহিদ জিয়া ও বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারা কখনোই বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিতে পারেন না।’
সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু পায়ের তলার মাটি সরে যাওয়ায় কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে আমরা বার্তা পাচ্ছি। তবে এমনটি হতে দেওয়া হবে না।’ তিনি জাতির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো চাঁদাবাজ, টাকা পাচারকারী বা সন্ত্রাসীর সহযোগী হবেন না।’
পীর সাহেব চরমোনাই আরও বলেন, একাত্তরে তিনটি মৌলিক স্লোগানকে সামনে রেখে দেশ স্বাধীন হলেও গত ৫৪ বছরে কোনো সরকারই তা বাস্তবায়ন করতে পারেনি। চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী, জাগপার রাশেদ প্রধান, বিডিপির আনোয়ারুল হক চাঁন এবং ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।




Comments