বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জটিল রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, চিকিৎসকরা অনুমতি দিলে আগামী রবিবার (৭ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি চরম অন্যায় আচরণ করেছে। দীর্ঘ ছয় বছর তাকে কারাগারে রাখা হয়েছিল, এর মধ্যে দুই বছর তিনি নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ, সেখান থেকেই তার এই রোগের সূচনা।’
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও বিদেশ যাত্রা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডে (যুক্তরাজ্য) নেয়ার সিদ্ধান্ত হয়েছে।’
লন্ডন যাওয়ার সময়সূচি নিয়ে তিনি বলেন, ‘চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। আশা করা যায়, কাতার থেকে আগামীকাল (শনিবার) এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। সব ঠিক থাকলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। তবে বেগম খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘ বিমান ভ্রমণের (ফ্লাই করার) মতো শারীরিক অবস্থায় আছেন কি না, চিকিৎসকরা সেটি নিশ্চিত করলেই কেবল তাকে নিয়ে যাওয়া সম্ভব হবে।’
উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ২৩ নভেম্বর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।




Comments