উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিতে জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সরকার। ঢাকায় কাতার দূতাবাস সূত্র নিশ্চিত করেছে, অ্যাম্বুলেন্সটি জার্মানির একটি কোম্পানির হলেও এর ভাড়া ও যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে কাতার।
শনিবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ইতোমধ্যে এর জন্য প্রয়োজনীয় ‘অবতরণ অনুমতি’ বা ল্যান্ডিং পারমিশন সম্পন্ন হয়েছে।
এর আগে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসতে পারেনি। তবে ত্রুটি সারিয়ে শনিবার এটি ঢাকায় পৌঁছাবে।
এদিকে শাশুড়ির চিকিৎসার তদারকি ও সফরসঙ্গী হতে শুক্রবার বেলা পৌনে ১১টায় লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে তিনি দেশে ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে ছুটে যান।
সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (৭ ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারে। এই যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন ডা. জুবাইদা রহমান এবং আগে থেকেই হাসপাতালে অবস্থানরত ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এছাড়া মেডিকেল বোর্ডের সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারাও তাদের সঙ্গে যাবেন।




Comments