ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৫৮৫) তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে মরদেহটি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, আজ নয়, বরং আগামীকাল (শনিবার) সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দর থেকে মরদেহটি বর্তমানে হিমাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। রাতে সেখানে মরদেহ রাখার পর আগামীকাল মিছিলসহকারে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে। এছাড়া পরিবারের দাবির প্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে ছাত্র-জনতার প্রতি শৃঙ্খলার সঙ্গে আন্দোলন ও শোক কর্মসূচি পালন করার অনুরোধ জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, “ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে কিংবা সহিংসতা করার সুযোগ না পায়।” এ সময় মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না উল্লেখ করে সকলকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়।
এর আগে আজ স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টার পর) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। তাঁর এই মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। বর্তমানে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে তাঁদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।




Comments