ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বেলা ১০টা ৪৩ মিনিটে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন। সেখানে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের প্রয়োজনীয় কার্যক্রমে অংশ নেবেন।
এর আগে আজ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল (নিটোর) পরিদর্শনের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। হাসপাতালটিতে বর্তমানে গণ-অভ্যুত্থানের কোনো আহত রোগী চিকিৎসাধীন না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।




Comments