দীর্ঘ দুই দশক পর আগামী ১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সফরের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুয়ায়ী, ১৭ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন, সেখানে শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তার কবর জিয়ারত করবেন।
কক্সবাজার থেকে ১৮ জানুয়ারি যাবেন চট্টগ্রামে। চট্টগ্রাম নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
মিডিয়া সেল জানিয়েছে, এ সফরে তারেক রহমান কোনো নির্বাচনি প্রচারণা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। এ ছাড়া সফরকালে কোথাও কোনো পথসভা, জনসমাবেশ বা বক্তব্যের কর্মসূচিও নেই।
প্রায় দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে যাওয়ার খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিএনপির নেতারা।
এর আগে, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান।




Comments