বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সপরিবারে যমুনা রওনা হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনার উদ্দেশে রওনা হয়।
এরআগে, বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বিএনপি চেয়ারম্যান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এতে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।
দেশে ফেরার পর এটি তারেক রহমানের প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এ সময় বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
এর আগে, গত বছরের জুন মাসে লন্ডনে ইউনূস ও তারেক রহমান এর বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়েছিল।
মানবকণ্ঠ/আরআই




Comments