Image description

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামীর প্রার্থীর আপিলের পরিপ্রেক্ষিতে ঋণখেলাপির অভিযোগকে ভিত্তি হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে আপিল শুনানির পর কমিশন এই ঘোষণা দেয়।

জানা যায়, সারোয়ার আলমগীর চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমিন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

শুনানি শেষে ইসি জানিয়েছে, সারোয়ার আলমগীর একজন ঋণখেলাপি, যা নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থী হওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচিত। নুরুল আমিনের আপিলের প্রেক্ষিতে কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

এর ফলে হেভিওয়েট এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।

মানবকণ্ঠ/আরআই