আচরণবিধি লঙ্ঘনে ধানের শীষের প্রার্থীকে শোকজ, আদালতে হাজিরা
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডলকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। অভিযোগের প্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তিনি সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জবাব দেন।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ এনে স্থানীয় ভোটার মো. জাফর ইকবাল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দেন। অভিযোগকারী তাঁর আবেদনের সপক্ষে ফেসবুক ভিডিও লিংক ও বিভিন্ন স্থিরচিত্র প্রমাণ হিসেবে দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও তাঁর সমর্থকরা গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শতাদিক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেন, যা আচরণবিধির লঙ্ঘন।
এছাড়া বিভিন্ন স্থানে নিয়মবহির্ভূতভাবে পোস্টার ও প্রতীক টাঙানো, ধর্মীয় অনুষ্ঠানের নামে ভোট প্রার্থনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’-এর প্রলোভন দেখিয়ে ভোটারদের আকৃষ্ট করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি রঙিন লিফলেট বিতরণের বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের সত্যতা যাচাই করে ৫৬-রাজশাহী-০৫ (দুর্গাপুর ও পুঠিয়া) নির্বাচনী এলাকার অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং সিভিল জজ মো. মামুন অভিযুক্ত প্রার্থীকে শোকজ করেন। এরই ধারাবাহিকতায় রবিবার নির্ধারিত সময়ে নজরুল ইসলাম মণ্ডল আদালতে হাজির হয়ে তাঁর বক্তব্য প্রদান করেন।
অভিযোগকারী জাফর ইকবাল বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি এই অভিযোগ করেছি। কোনো প্রার্থী যেন আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments