প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করা আমাদের কাজ নয়: ফজলুল হক মিলন
গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, “প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা না করা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং তা বাস্তবায়নও করেছি।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ফজলুল হক মিলন বলেন, আমরা পরিক্ষিত যেহেতু পরিক্ষায় উত্তির্ন হয়েছি কাজেই প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করিনা এটা আমাদের জন্য প্রযুজ্য নয় কারণ আমরা প্রতিশ্রুতিও দিয়েছি বাস্তবায়ন ও করেছি। অন্যদের ক্ষেত্রে কি হবে সেটা আমরা জানিনা।
তিনি বলেন, বিএনপি জনকল্যাণ মুলক একটি রাজনৈতিক দল, একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের ও গনতন্ত্রের উন্নয়নের জন্য এই দল। বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সংগত কারনে একই উদ্দেশ্যে নিয়ে একই প্রত্যাশা নিয়ে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করছি অর্থাৎ মানুষের কল্যাণ একটা সমাজতান্ত্রিক একটা সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, কল্যানকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা একটা সোস্যাল ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল লক্ষ সেই লক্ষকে সামনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি।
তিনি আরও বলেন, এই এলাকার মধ্যে যদি নির্বাচিত হতে পারি সংগত কারনে জন আকাঙ্খাকে পূরণ করাই জণপ্রতিনিধির প্রথান কাজ। সে আকাঙ্খা রাস্তাঘাট বিদ্যুতায়ন মানুষের চলাচলের নিরাপত্তা মানুষের জীবন যাত্রা উন্নয়ন করা লেখা পড়ার পরিবেশ সৃষ্টি করা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, একটা গনতান্ত্রিক সমাজ বিনির্মানে সুশীল সমাজের কাজ সেই লক্ষ থেকে আমরা কাজ করছি।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু জণগনের ভোটে নির্বাচিত হয়ে অতীতে কল্যাণমূলক কাজ করে জনগনের হৃদয়ে তাদের সিংহাসন গড়েছে আমরা এইবার আশা করছি সেই বিশ্বাসটি মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা ক্ষমতায় দেখতে চায় ধানের শীষের বিজয় তারা দেখতে চায়।
আমরা মনে করি জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা রয়েছে, তারা সুষ্ঠু অবাদ নির্বাচনের মাধ্যমে শহীদ জিয়ার করা দল জাতীয়তাবাদী দলকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের ধারা এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানের যে গতিশীল নেতৃত্ব তাকে দেশের জন্য কল্যাণকর মনে করছে বিদায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে যে তারা ধানের শীষ প্রতিকটি তাদের সরকার গঠন করবে। দেশ পরিচালনার জন্য তারা অংশগ্রহণ করতে চায়।




Comments