Image description

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যতবার ধানের শীষ বিজয়ী হয়েছে, ততবারই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।” 

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টায় বগুড়ার শেরপুর শহরের ধুনট মোড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল পথসভায় তিনি এসব কথা বলেন।

শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে আয়োজিত এই পথসভায় তারেক রহমান বলেন, “বিগত দিনে আপনারা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন। এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ—আগামী নির্বাচনেও ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে গোলাম মো. সিরাজকে জয়যুক্ত করবেন।”

আগামী ১২ তারিখের নির্বাচনকে ‘বহুল প্রত্যাশিত’ উল্লেখ করে তিনি আরও বলেন, শেরপুর ও ধুনটের মানুষ সবসময় ধানের শীষের সাথে ছিল এবং আগামীতেও উন্নয়নের পক্ষে তারা রায় দেবে বলে তিনি বিশ্বাস করেন।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মো. সিরাজ, কেন্দ্রীয় বিএনপি নেতা এ কে এম মাহবুবার রহমান হারেজ, ফজলুর রহমান থোকন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা।

এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মামুন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, পৌর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাউসার কলিন্সসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

মানবকণ্ঠ/ডিআর