শীত মানেই ফ্যাশনে নানা রঙের সোয়েটার, কার্ডিগান, মাফলার বা শাল। উলের তৈরি এসব পোশাক বেশ শৌখিন এবং স্পর্শকাতর। তাই সাধারণ সুতি কাপড়ের মতো এদের যত্ন নিলে চলে না। সামান্য ভুলেই সাধের পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। আসুন জেনে নিই উলের পোশাকের সঠিক যত্ন আত্তি।
ধোয়ার ক্ষেত্রে সতর্কতা
উলের পোশাক পরিষ্কার করার নিয়ম সাধারণ কাপড়ের চেয়ে আলাদা।
-
ডিটারজেন্ট নির্বাচন: কড়া ক্ষারযুক্ত পাউডার সাবান ব্যবহার করবেন না। বাজারের লিকুইড ডিটারজেন্ট (যেমন- ইজি বা জেন্টেল ওয়াশ) ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। শ্যাম্পু দিয়েও উলের কাপড় ধোয়া যায়।
-
পানির তাপমাত্রা: কখনোই খুব গরম পানিতে উলের কাপড় ভেজাবেন না। এতে উল সংকুচিত হয়ে যায়। স্বাভাবিক বা খুব হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন।
-
ভেজানোর সময়: ১০-১৫ মিনিটের বেশি সময় ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখবেন না।
-
ঘষামাজা নয়: ব্রাশ দিয়ে ঘষে উলের কাপড় ধোবেন না। হাতের তালু দিয়ে আলতো করে চেপে ময়লা বের করুন।
পানি নিংড়ানো ও শুকানো
উলের পোশাকের আকার ঠিক রাখতে শুকানোর পদ্ধতিটি খুব গুরুত্বপূর্ণ।
-
নিঙড়াবেন না: কাপড় ধোয়ার পর আমরা যেভাবে নিংড়ে পানি বের করি, উলের কাপড়ে তা করা যাবে না। এতে তন্তুগুলো ফেটে যায় এবং কাপড় ঢিলে হয়ে যায়। তোয়ালেতে পেঁচিয়ে বাড়তি পানি শুষে নিন।
-
ঝোলানো যাবে না: ভেজা অবস্থায় হ্যাঙ্গারে বা দড়িতে ঝুলিয়ে দিলে পানির ভারে সোয়েটার লম্বা হয়ে শেপ নষ্ট হয়ে যায়।
-
ফ্ল্যাট ড্রায়িং: সমতল কোনো স্থানে বা মাদুরের ওপর কাপড়টি বিছিয়ে শুকান। কড়া রোদে না দিয়ে আলো-বাতাস আছে এমন ছায়ায় শুকানোই ভালো, এতে রঙ ঠিক থাকে।
ইস্ত্রি করার নিয়ম
সাধারণত উলের কাপড়ে ইস্ত্রি করার প্রয়োজন পড়ে না। তবে যদি কুঁচকে যায়, তবে কিছু নিয়ম মানতে হবে।
-
সরাসরি উলের ওপর ইস্ত্রি চালাবেন না। পোশাকটি উল্টো করে নিন।
-
স্টিম আইরন ব্যবহার করা সবচেয়ে ভালো।
-
সাধারণ ইস্ত্রি হলে উলের ওপর একটি পাতলা সুতি কাপড় বিছিয়ে তার ওপর দিয়ে ইস্ত্রি করুন। তাপমাত্রা অবশ্যই কম (Low Heat) রাখবেন।
ববলিন বা গুটি ওঠা রোধে
উলের পোশাকে কিছুদিন ব্যবহারের পর ছোট ছোট গুটি বা ‘ববলিন’ ওঠে। এটি পোশাকের সৌন্দর্য নষ্ট করে।
-
হাত দিয়ে টেনে এই গুটিগুলো তুলবেন না। এতে সুতা আরও বেরিয়ে আসে।
-
বাজারে ‘লিন্ট রিমুভার’ (Lint Remover) মেশিন পাওয়া যায়, তা ব্যবহার করতে পারেন।
-
ঘরোয়া উপায়ে একটি সাধারণ রেজার দিয়ে খুব সাবধানে আলতো করে ঘষে গুটিগুলো পরিষ্কার করতে পারেন।
ধোয়ার ফ্রিকোয়েন্সি
উলের পোশাক প্রতিবার পরার পরই ধোয়ার প্রয়োজন নেই। সোয়েটার বা জ্যাকেটের নিচে আমরা সাধারণত অন্য পোশাক পরি, তাই এগুলো সরাসরি ঘামের সংস্পর্শে কম আসে। ৩-৪ বার পরার পর একবার ধুলেই যথেষ্ট। তবে দাগ লাগলে সাথে সাথে পরিষ্কার করে নেওয়া ভালো।
বছর শেষে সংরক্ষণ (Storage)
শীত শেষে যখন পোশাকগুলো আলমারিতে তুলে রাখবেন, তখন বিশেষ যত্ন নিন।
-
অবশ্যই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর তুলে রাখবেন। ময়লা বা ঘাম থাকলে ফাঙ্গাস পড়ার ভয় থাকে।
-
ন্যাপথলিন বা শুকনো নিমপাতা বা লবঙ্গ কাপড়ের ভাঁজে দিয়ে রাখুন। এতে পোকামাকড় কাটবে না।
-
পলিথিন বা জিপলক ব্যাগে ভরে রাখলে বাতাস ও আর্দ্রতা থেকে রক্ষা পাবে।
একনজরে টিপস:
-
মেশিনে ধুতে চাইলে ‘Wool’ বা ‘Delicate’ মোড সিলেক্ট করুন।
-
ব্লিচিং পাউডার ব্যবহার করবেন না।
-
ভেজা সোয়েটার কখনোই দড়িতে ঝোলাবেন না।
একটু সচেতন থাকলেই আপনার প্রিয় শীতের পোশাকটি বছরের পর বছর থাকবে নতুনের মতো উজ্জ্বল ও আরামদায়ক। শীতের ফ্যাশন হোক উষ্ণ ও রঙিন!
Comments