Image description

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ছড়াকার সুকুমার বড়ুয়া পরলোকগমন করেছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

পারিবারিক সূত্রে জানায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর সংবাদে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সুকুমার বড়ুয়া তাঁর দীর্ঘ জীবনে অসংখ্য জনপ্রিয় ছড়া ও কবিতা উপহার দিয়েছেন। সহজ-সরল ও রসাত্মক উপস্থাপনার মাধ্যমে তিনি ছড়াসাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘চন্দনা রঞ্জনার ছড়া’, ‘কিছু না কিছু’ প্রভৃতি।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।২০১৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

১৯৬২ সালে সুকুমার বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে অবসর গ্রহণ করেন। সুকুমার বড়ুয়ার জন্ম ১৯৩৮ সালের ৫ জানুয়ারি।