Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ উল্লেখ করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা এ বিষয়টি জানান।

পোষ্টে তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রাজনীতি, দল–মত, মতাদর্শ, সবকিছুর ঊর্ধ্বে উঠে তাঁর জন্য সবার দোয়া কামনা করি।

সপ্তাহখানেক আগের একটি স্মৃতিচারণ করে ডা. তাসনিম লেখেন, এক সপ্তাহ আগে এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে খুব অল্প সময়ের দেখা হয়েছিল। তিনি বলেছিলেন, “দেশে থাকো, দেশের জন্য কাজ করো।” অসংখ্য মানুষ একই উপদেশ দেন। কিন্তু বেগম খালেদা জিয়া যখন এই কথা বলেন তার গভীরতা, ইতিহাস, আর সত্যতা অন্যরকম।’

বেগম জিয়ার আপোষহীন মনোভাবের প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও তিনি দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি। বেদনা, অপমান ও সীমাহীন প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান এবং বিশ্বাস থেকে আপোষ করেননি।’

সবশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার রহমত, আরোগ্য ও শান্তি কামনা করেন।