
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নাম ব্যবহার করে একটি হোয়াইটঅ্যাপ আইডি থেকে অর্থ চাওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়।
ঐ বিজ্ঞপ্তিতে দুইটি স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এতে দেখা যায়, একটি নম্বর থেকে (01303-501885) হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্যারের একটা ফেইক আইডি ব্যবহার করে অর্থ চাওয়া হচ্ছে। উক্ত ফেইক আইডি ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিমূলক ম্যাসেজ দেওয়া হচ্ছে। মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে, এটি একটা ফেইক আইডি।
Comments