
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ভোটের দিনের বিস্তারিত নির্দেশনা দিয়েছে। ভোটারদের অবশ্যই এসব নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।
১. ক্যাম্পাসে প্রবেশ:
প্রবেশপথ: ভোটের দিনে কেবল নির্ধারিত প্রবেশপয়েন্ট থেকে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে। প্রবেশপয়েন্টগুলো হলো- কাটা পাহাড় (বাণিজ্য অনুষদের সামনে), ৩ নম্বর গোডাউন (প্রফেসর ইউনুস ভবনের পূর্ব পাশে) এবং শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে (লেডিস ঝুপড়ির সামনে)।
আইডি কার্ড: ক্যাম্পাসে ঢোকার সময় প্রত্যেক ভোটারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। প্রথম বর্ষের শিক্ষার্থীরা বৈধ ব্যাংক পে-স্লিপ দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
২. ভোটকেন্দ্রে প্রবেশ ও প্রক্রিয়া:
পরিচয়পত্র প্রদর্শন: নির্ধারিত কেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের আইডি কার্ড দেখিয়ে ফটক পার হতে হবে।
ভোটকক্ষ ও কেন্দ্রের অবস্থান: আগে থেকেই চাকসুর ওয়েবসাইট থেকে নিজের ভোটকক্ষ ও কেন্দ্রের অবস্থান দেখে নেওয়া উচিৎ।
ব্যালট গ্রহণ: কক্ষে প্রবেশের পর ভোটারদের আইডি কার্ড ও ছবিযুক্ত ভোটার তালিকা মিলিয়ে নির্বাচন কর্মকর্তা স্বাক্ষর করবেন এবং পাঁচটি ব্যালট পেপার দেওয়া হবে। এর মধ্যে চারটি কেন্দ্রীয় চাকসু নির্বাচনের জন্য এবং একটি সংশ্লিষ্ট হল সংসদের জন্য।
ভোট প্রদান: ভোটাররা পাঁচটি ব্যালট নিয়ে নির্ধারিত গোপন কক্ষে প্রবেশ করে নির্ধ
Comments