Image description

রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ ফটকের পাশে ‘জামায়াত-শিবিরের লোকজন’ নিজেদের মধ্যে ‘অস্ত্র বিলি’ করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবিরের লোকজন।’

এ বিষয়ে জানতে চাইলে রাহী বলেন, ‘ভোটগ্রহণের পর এ বিষয়ে মন্তব্য করব।’

তবে শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেছেন, ‘নির্বাচনের ‘সুষ্ঠু পরিবেশ’ নষ্ট করার জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে। ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটিতে স্পষ্ট কাউকেই বোঝা যাচ্ছে না। সেখানে কে বা কারা রয়েছেন এবং কী করছেন তাও স্পষ্ট নয়। এগুলো বলে তারা মূলত গুজব ছড়ানোর অপচেষ্টা করছেন।’

ছাত্রদল গুজব ছড়িয়ে ভোটগ্রহণের ‘সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাইছেন বলেও পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করা হচ্ছে।’

জানতে চাইলে আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এরকম একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ফেইসবুক থেকে ছড়ানো হয়েছে। আমাদের থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় গিয়েছে; ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করে সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং এটিকে একটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।’