Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভাগের শিক্ষার্থীরা একই রঙের টি-শার্ট পরে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দিলা আরা হোসাইন, অধ্যাপক ড. আব্দুল মাজেদ চৌধুরী, অধ্যাপক ড. রাজকুমার মৌলিক, সহযোগী অধ্যাপক ড. সুমন হোসাইন, অধ্যাপক ড. রোকসানা বেগমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।