জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের হাওয়া বইছে পুরো ক্যাম্পাসে। নির্বাচনের এই ডামাডোলের মধ্যে প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে ক্যাম্পাসে হাজির হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে তার এই ঝটিকা সফর সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার সকালে জামাল ভূঁইয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবন ও প্রক্টর অফিস পরিদর্শন করেন। পরে পোগোজ স্কুল মাঠে সমবেত সাংবাদিক, ভক্ত ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই তারকা ফুটবলার।
ক্যাম্পাসে আসার অনুভূতি জানিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটিই আমার প্রথম আসা। অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আগামী ৩০ ডিসেম্বর আপনাদের জকসু নির্বাচন। নির্বাচনের জন্য সবার প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল। ইনশা আল্লাহ আমি আবার আসব।’
জাতীয় ছাত্র শক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মো. ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা স্পোর্টস কার্নিভালের সময় থেকেই জামাল ভাইকে ক্যাম্পাসে আনার চেষ্টা করছিলাম। আজ তাকে পেয়ে আমাদের প্রচারণা এক ভিন্ন মাত্রা পেয়েছে। তিনি এই প্রজন্মের ফুটবলারদের কাছে এক বড় অনুপ্রেরণা।’
এ সময় জামাল ভূঁইয়ার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস হাসান সোহান, কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সিনহা ইসলাম অর্না এবং ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী কামরুল হাছান নাফিজসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় দলের অধিনায়কের এই উপস্থিতি নির্বাচনী প্রচারণায় ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে আলাদা চাঞ্চল্য তৈরি করেছে।




Comments