Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্যানেলের নেতাকর্মীরা বর্তমান কমিশনকে ‘দলীয়’ আখ্যা দিয়ে অবিলম্বে নতুন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা ‘অযোগ্য কমিশন মানি না, মানব না’, ‘দলীয় কমিশন মানি না, মানব না’, ‘এক দুই তিন চার, নির্বাচন কমিশন গদি ছাড়’সহ নানা স্লোগান দেন।

প্যানেলটির হয়ে জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘প্রশাসনের কাছে প্রজেকশন মিটিংয়ের অনুমতি চাওয়া হলেও আমাদের অনুমতি দেওয়া হয়নি। অথচ রহস্যজনকভাবে ছাত্রদল ও ছাত্রশিবিরকে একই কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে।’ 

‘প্রজেকশন মিটিংয়ে খাবার বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও ছাত্রদল ও ছাত্রশিবির হলে হলে উন্নতমানের খাবার বিতরণ করেছে, যা নির্বাচন কমিশনের নজরে থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি’ বলেন তিনি।

এজিএস পদপ্রার্থী শাহিন মিয়া বলেন, ‘এই নির্বাচন কমিশন কার্যত একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’ 

তার অভিযোগ, কমিশনের সদস্যদের একটি অংশ জামায়াত ও বিএনপি ঘনিষ্ঠ শিক্ষক। তাদের চোখের সামনে ছাত্রদল ও ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের রিসোর্ট ও পিকনিকে নিয়ে যাওয়ার মতো কার্যক্রম চালালেও, কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। 

তিনি প্রশ্ন তোলেন, ভোটের দিনে ব্যালট বাক্স ছিনতাই বা জাল ভোটের মতো ঘটনা ঘটলে এই কমিশন আদৌ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে কি না। কর্মসূচিতে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের বিভিন্ন পদপ্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।