দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক গণতান্ত্রিক উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে বিকেল ৩টায়। তবে বিকেল ৩টার আগে যারা কেন্দ্রের লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের ভোটাধিকার নিশ্চিত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি জানান, নির্ধারিত সময় শেষ হওয়ার পর নতুন করে কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে লাইনে থাকা ভোটাররা ভোট দিতে পারছেন। এরপরই শুরু হবে ভোট গণনার কাজ।
এক নজরে জকসু নির্বাচন ২০২৬:
মোট ভোটার: ১৬ হাজার ৩৬৫ জন।
ভোটকেন্দ্র ও বুথ: ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথ।
মূল পদের লড়াই: ২১টি পদের বিপরীতে ১৫৮ জন প্রার্থী।
হল সংসদ: নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ১৩টি পদে লড়ছেন ৩৩ জন প্রার্থী।
প্রধান প্যানেলসমূহ: ছাত্রদল, ছাত্রশিবির, বাম জোট ও জাতীয় ছাত্রশক্তি।
ক্যাম্পাসে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড ও সোয়াট টিমের পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা নিয়োজিত ছিলেন। প্রায় ২০ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আবেগ ও উল্লাস লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আধুনিক ওএমআর মেশিনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে ভোট গণনা করা হবে। কোনো জটিলতা না থাকলে আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments