Image description

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় পূজা অর্চনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা এই উৎসবের সূচনা করেন।

সকাল থেকেই ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পুরোহিতের মন্ত্রপাঠে এক পবিত্র আবহের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা দুই হাত জোড় করে বিদ্যার দেবী বিনাপাণি সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং আলোকিত মানুষ হওয়ার প্রার্থনা জানান।

শ্রীপঞ্চমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি নিবেদন, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, আরতি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌরভ ভৌমিক বলেন, “শিক্ষা, ন্যায় ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ক্যাম্পাসে আয়োজিত এই সরস্বতী পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞানের দেবীর আরাধনার পাশাপাশি আমরা সবার মঙ্গল ও সাফল্য কামনা করছি।” এসময় তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসে একটি স্থায়ী মন্দির স্থাপনের দীর্ঘদিনের দাবিটি পুনরায় তুলে ধরেন।

সনাতনী শিক্ষার্থীরা জানান, সরস্বতী পূজার মূল উদ্দেশ্য হলো পৃথিবীর সকল মানুষের মন থেকে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। দেবী শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, প্রতিটি মানুষের অন্তরে শুদ্ধ চেতনা ও জ্ঞান হিসেবে বিরাজ করেন—এমনটিই বিশ্বাস তাদের। সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এই উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মানবকণ্ঠ/ডিআর