রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষাটি মোট দুই শিফটে সম্পন্ন হবে। প্রথম শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষায় পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম জানান, এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছেন ১৮ হাজার ৪৫২ ও অ-বাণিজ্যের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন।
বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েবসাইটে (admission.ru.ac.bd) ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে নিজ নিজ আসন বিন্যাসের তথ্য দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। এ ছাড়াও, তারা চাইলে তাদের প্রবেশপত্রের উপরে ডানে অবস্থিত কিউআর কোড স্ক্যান করেও আসনবিন্যাস দেখতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ও ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে একটির ফলাফলও প্রকাশ করা হয়েছে। আজ ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ (এক) ঘণ্টা।




Comments