Image description

রাজধানীর শাহআলী থানা এলাকায় একটি ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালংকার চুরির ঘটনায় মো. নাসির (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শাহআলী থানা পুলিশ নাসিরকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করে।

থানা সূত্রে জানা যায়, গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে শাহআলী থানাধীন ওই ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ফ্ল্যাটের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৭ ভরি ৪ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবং ৪ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন রুপার অলংকার চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে, এ ঘটনায় বাদী মো. শাকিলুর ইসলামের অভিযোগের ভিত্তিতে শাহআলী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকালে শাহআলী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নাসিরকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৭ ভরি ৪ আনা স্বর্ণালংকার ছাড়াও ৪ ভরি ৮ আনা রুপার অলংকার উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নাসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।