
রাজধানীর ধানমন্ডি লেক থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, "আমরা খবর পেয়ে রাত ১০টার দিকে পানসি রেস্টুরেন্টের পেছনে লেকের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।"
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকে গোসল করতে নেমে ওই যুবক পানিতে ডুবে মারা গেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এসআই জানান, মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো জিন্স। প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
Comments