রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সাব্বিরের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রফিকুল আহমেদ জানান, চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে সাব্বিরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কিছু বিষয় রহস্যের জন্ম দিয়েছে। ওসি বলেন, "নিহতের হাতে কোনো কিছু দিয়ে বাঁধার চিহ্ন আছে। মনে হচ্ছে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান।"
মরদেহ উদ্ধারের পর সাব্বিরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল আহমেদ আরও বলেন, "আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।" এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং জনমনে প্রশ্ন তৈরি করেছে।




Comments