রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। তার মাথার রক্তনালির মাঝে গুলির একটি ছোট অংশ আটকে আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার দুপুরে এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।
ডা. আব্দুল আহাদ জানান, ওসমান হাদির সিটিস্ক্যান রিপোর্ট এবং শারীরিক অবস্থার বিস্তারিত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে এবং গুলির একটি ছোট অংশ অনেকগুলো রক্তনালির মাঝে আটকে থাকায় তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে তার হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল থাকলেও তিনি লাইফ সাপোর্টে আছেন এবং কিডনি ছাড়া শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কৃত্রিম উপায়ে সচল রাখা হয়েছে।
চিকিৎসকরা ধারণা করছেন, কোনো অত্যন্ত দক্ষ শুটার তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকরা ওসমান হাদিকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন, যা সোমবার রাতে শেষ হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে এর মালিককে আটক করেছে পুলিশ। এছাড়া, হামলাকারীকে ধরিয়ে দিতে বা শনাক্ত করতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।




Comments