ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই হাদির মৃত্যুর খবর ও বিচার দাবিতে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন কয়েক হাজার ছাত্র-জনতা।
সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মিছিল নিয়ে শাহবাগে সমবেত হচ্ছেন। তাদের হাতে জাতীয় পতাকা এবং মুখে ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র স্লোগান। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন সব স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ চত্বর।
বিক্ষোভে অংশ নিতে শনিরআখড়া থেকে আসা মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদ শোনার পর রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি। তার মতো সাহসী মানুষকে হারিয়ে আমরা আজ শোকাহত।’
রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, ‘ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা এই শোককে শক্তিতে পরিণত করব। এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। ঢাকা-৮ আসনের সম্ভাব্য এই সংসদ সদস্য পদপ্রার্থীর মৃত্যুর খবর রাত পৌনে ১০টার দিকে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবেই বিক্ষোভে ফেটে পড়ে রাজধানীর সাধারণ মানুষ। সেই বিক্ষোভের ধারাবাহিকতায় আজ সকাল থেকে শাহবাগ পুনরায় উত্তাল হয়ে ওঠে।




Comments