Image description

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণে ৭টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানাজায় বিপুল লোকসমাগমের আশঙ্কায় আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় এই ট্রাফিক নির্দেশনা কার্যকর থাকবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টায় ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে এবং জানাজার সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। 

নগরবাসীকে বিকল্প সড়ক হিসেবে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হয়েছে-

১. মিরপুর রোড থেকে ফার্মগেট: উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন মিরপুর রোড হয়ে গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

২. ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: ইন্দিরা রোড হয়ে আসাদগেটের দিকে যেতে ইচ্ছুক যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং-লেকরোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে যাবে।

৩. ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসাদগেট হয়ে গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।

৪. আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেট গমন করবে।

৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-লেকরোড-আসাদগেট হয়ে সোজা পথে ধানমন্ডির দিকে যাবে।

৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: দক্ষিণ অভিমুখী যানবাহনগুলো শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাবে।

৭. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী: জানাজা চলাকালীন ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে নগরবাসীকে এই বিকল্প পথগুলো ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদির মরদেহ বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রয়েছে। আগামীকাল সকালে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে এবং দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে। নিরাপত্তা নিশ্চিতে সংসদ ভবন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে এবং জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বহন না করতে অনুরোধ জানানো হয়েছে।