হত্যাকাণ্ডের বিচার চেয়ে শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা, যান চলাচল স্বাভাবিক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির দাফন সম্পন্ন হওয়ার পর রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহবাগ দিয়ে পুনরায় যান চলাচল শুরু হয়।
এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করা হয়। জানাজা ও দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে এবং বিক্ষোভকারীদের জমায়েতের কারণে দুপুর আড়াইটা থেকে শাহবাগ ও এর আশপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
দাফন শেষে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় বিক্ষোভকারীদের গগনবিদারী স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। তাদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘হাদির স্মরণে ভয় করি না মরণে’, ‘তাকবিরের স্মরণে ভয় করি না মরণে’ এমন নানা স্লোগান দিতে দেখা যায়।
বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শাহবাগে এই বিক্ষোভ অবস্থান চলে। এরপর বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে এলাকা ছাড়তে শুরু করেন। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর পুলিশ ও ট্রাফিক সদস্যদের সহায়তায় শাহবাগ মোড়ের চারদিকের সড়কে পুনরায় গাড়ি চলাচল শুরু হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।




Comments