Image description

ঢাকাসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। এসব কারণে ঢাকার প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তাই বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। রবিবার (২১ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির মতবিনিময় সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দুপুর ১২টায় হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।
 
জামায়াত আমিরের কর্মসূচি 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সকাল ১০টায় মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডিক্যাবের কর্মসূচি
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) আয়োজনে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠান সকাল ১০টায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।