ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা। সেই সঙ্গে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নেমে আসায় জেঁকে বসেছে তীব্র শীত। শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকেই ঢাকার আকাশ ও চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। বৃষ্টির মতো ঝরতে থাকা কুয়াশায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
ছুটির দিন হওয়ায় সকালে রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি কম থাকলেও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, তীব্র শীতে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচলের খবর পাওয়া গেছে।
তবে শীতের এই তীব্রতার মাঝে কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে কমতে পারে শীতের অনুভূতি।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।




Comments