Image description

রাজধানীতে কাটছে না এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট। এই সুযোগে বাজারে দাম নিয়ে শুরু হয়েছে চরম নৈরাজ্য। নির্ধারিত দামের চেয়ে দেড় থেকে দ্বিগুণ বেশি দামে সিলিন্ডার বিক্রি হওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের বাসিন্দারা।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খুচরা দোকানগুলোতে পর্যাপ্ত এলপিজি সিলিন্ডার নেই। 

ডিলার ও বিক্রেতারা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম। ১ হাজার ৩০০ টাকা মূল্যের সিলিন্ডার অনেক জায়গায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। গ্যাসের এমন অস্বাভাবিক দাম বাড়ায় রাজধানীর অনেক জায়গায় নিম্ন আয়ের মানুষ বিকল্প হিসেবে মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন।

খুচরা বিক্রেতাদের অভিযোগ, পরিবেশকরা সংকটের অজুহাতে নির্ধারিত দামে গ্যাস সরবরাহ করছেন না। তারা সিলিন্ডার আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি মুনাফা লুটছেন বলে দাবি সাধারণ ক্রেতাদের।

এদিকে, এলপিজি সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর নেতারা জানান, বর্তমানে চাহিদার মাত্র ২০ শতাংশ এলপিজি পাওয়া যাচ্ছে। এর ফলে অটোগ্যাস নির্ভর পরিবহন খাত মহাবিপদে পড়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা এলপিজি খাত কেন্দ্রিক এই নৈরাজ্য তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনসহ ৩ দফা দাবি জানান। 

মানবকণ্ঠ/ডিআর