Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর তাদের সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোকতার হোসেন জানান, রোববার (১১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান চালান। এ সময় বাণিজ্য মেলা এলাকার আশপাশ থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান। তবে তাদের স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

উদ্ধারের পর শিশুদের নিরাপত্তার স্বার্থে রূপগঞ্জ থানায় নেওয়া হয়। পরে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করলে সমাজসেবা অধিদপ্তর তাদের প্রয়োজনীয় দেখভাল, মানসিক সহায়তা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

পুলিশ ও সমাজসেবা সূত্র জানায়, শিশুদের পরিচয় নিশ্চিত করতে এবং পরিবারের সন্ধান পেতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। শিশুদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।